মা উড়ালপুল
শেষ আপডেট: 3rd January 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে যেমন ধমক দিয়েছেন, তেমনই ভাল-সৎ অফিসারদের কাজের সুযোগ করে দেওয়ার কথাও বলেন। শুধু তাই নয়, তীব্র ভর্ৎসনা করেন পুলিশি সিদ্ধান্ত নিয়ে। বলেন, 'সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কেবল একটাই কাজ, বন্ধ করে দেওয়া।'
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও ভিআইপি গেলে বাড়িঘর দোকানপাট সব বন্ধ করে দেয়। সেসব চালু রেখে কি করা যায় না? মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেধে দিতে হবে। ফাঁকা জায়গা ব্লক করতে হবে যাতে কেউ গাড়ি না ঘোরাতে পারেন।'
ধমক খেয়ে একদিন যেতে না যেতেই উঠল নিষেধাজ্ঞা। এবার থেকে দিন-রাত মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। তবে শর্ত একটাই, নিষেধাজ্ঞা উঠলেও বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, বিধিভঙ্গ হলেই জরিমানা।
মা উড়ালপুড়ে যে হারে দুর্ঘটনা ঘটে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল পুলিশমহলে। ফ্লাইওভারের নিরাপত্তার ব্যাপার, টেকনিক্যাল দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন নগরপাল মনোজ ভার্মা।
রাত হলেই বেপরোয়া বাইক চালানো থেকে বাইক রেসিং-এর মতো ঘটনায় প্রাণহানি হয়। তার পরপরই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাত ১০টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না।
কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কিংবা বিশেষ কোনও প্রয়োজনে মা উড়ালপুলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়াও অফিসযাত্রীদেরও বাড়ি ফেরার তাড়া থাকে। কাজেই বাইক চলাচল নিষিদ্ধ করে দেওয়াটা কোনও কাজের কথা নয়।
মমতার নির্দেশের পরই প্রশাসন জানিয়ে দিল, সল্টলেক, সেক্টর ফাইভে একাধিক হাসপাতাল রয়েছে। মেডিকেল ইমারজেন্সি-সহ মানুষের সুবিধার কথা ভেবে ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল মা উড়ালপুল।