শেষ আপডেট: 25th February 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: ভবিষ্যতে কলকাতা লন্ডনের চেয়েও উন্নত হবে, মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। বাজেট অধিবেশনের শেষ দিনে তিনি তাঁর জবাবি ভাষণে বলেন, 'যাদবপুর থেকে টালিগঞ্জ জলের প্রকল্পের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।' এর পাশাপাশি প্লাস্টিক রোড নিয়েও মন্তব্য করেন তিনি।
মেয়র এদিন বলেন, 'পশ্চিমবঙ্গই প্রথম প্লাস্টিক রোড নির্মাণ শুরু করে, যা পরে অন্যান্য পুরসভাগুলিও গ্রহণ করেছে।' তাঁর কথায় উঠে আসে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বেআইনি নির্মাণ। বাঘাযতীন-সহ শহরের নানা বাড়ি নিয়ে যখন উত্তাল পরিস্থিতি তখন মেয়রের দাবি, 'বেআইনি নির্মাণের ক্ষেত্রে পুরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। আজহাদ মোল্লা বাগানের ঘটনার পর এই বিষয়ে আরও সচেতন হওয়া হয়েছে। বর্তমানে ৫ হাজার নির্মাণ কাজের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। ৫০০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১৫০টিরও বেশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।'
কীভাবে কলকাতা লন্ডনের চেয়েও উন্নত হবে? তার একটা আন্দাজ তিনি দিলেন মঙ্গলবার। ২০ হাজার আনঅ্যাসেস প্রপার্টিকে অ্যাসেসমেন্টের আওতায় আনার হচ্ছে বলে জানালেন। কলকাতার অভ্যন্তরে আলাদা কর আরোপ করা হবে না। অ্যাডেড এরিয়ার জন্যও একই কর ব্যবস্থা চালু থাকবে, যেখানে এতদিন নাগরিকদের দু'টি কর দিতে হত। এই নতুন কর ব্যবস্থার প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।
রাস্তা, জল ও শহরের পরিকাঠামোর পর উন্নত শহরের অন্যতম মূল ভিত্তি স্বাস্থ্যব্যবস্থায় রাজ্য সরকার কতোটা এগিয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন ফিরহাদ হাকিম। বলেন, 'কোভিড পরিস্থিতিতে যখন বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছিল, তখন একমাত্র কলকাতা পুরসভা ২৪ ঘণ্টা নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করেছে।'