শেষ আপডেট: 14th March 2025 00:15
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য-রাজনীতিতে হামেশাই পরিবর্তনের পালা চলে। ঋতুর খেলাও তেমনই। পরিবর্তনশীল। এই খেলাতেই এখন আসর জমিয়েছে ঋতুরাজ বসন্ত। আমার-আপনার জীবনে বসন্তের আগমন একরকম, কিন্তু যাদের কথা এখন লিখতে চলেছি তাদের জীবনে বসন্ত আসে অন্যরূপে, অন্য বর্ণে, অন্য গন্ধে। যে গন্ধ উপভোগ করতে পারে একমাত্র তারাই যারা জন্মান্ধ, দৃষ্টিহীন।
ওরা কেউ বিহারের, কেউ ঝাড়খণ্ড, কেউ দক্ষিণ ২৪ পরগনার অজানা ছোট্ট গ্রামে থাকে। তবুও গোটা দেশের মধ্যে আর পাঁচটা ছেলে-মেয়ের মতো এখানে মন দিয়ে পড়াশোনা করে ওরা। এখানে বলতে লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড স্কুলে।
দোলের মরশুমে ওরা আর সবার মতো আবির দিয়ে বসন্তকে স্বাগত জানায় না। বরং নিজেদের মতো করে 'ফুল দোল'-এ মেতে ওঠে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে শুরু হয়েছিল আজ থেকে ১১ বছর আগে এই 'ফুল দোল' উৎসব।
দক্ষিণ কলকাতার এই স্কুলে এলে দেখা যাবে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ তবলা। রবি ঠাকুরের গান গেয়ে ওরা নিজেদের মতো করেই ফুলের পাপড়ি দিয়ে বসন্ত উৎসবকে উদযাপন করে বছরের পর বছর। রং ব্যবহার করলে পাছে চোখের, শরীরের ক্ষতি হয়, তাই এ বছরও শারদীয়ার সহযোগিতায় ফুল দোলে রঙিন হয়ে উঠল আরও কতগুলো ফুল।