শেষ আপডেট: 12th March 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা। দাবি করা হয় পুলিশ আউটপোস্টের (Police Outpost)। সূত্রের খবর, সেই ইস্যুতে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে লালবাজার। ক্যাম্পাসের কোন জায়গায় এই আউটপোস্ট করা যাবে, সেই বিষয়ে জানতেই চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এছাড়া একাধিক অধ্যাপক-অধ্যাপিকাদেরও হেনস্থা করার অভিযোগ করা হয়েছিল। শুধু তাই নয়, ১ মার্চের ঘটনার কিছুদিন যেতে না যেতেই ক্যাম্পাসের দেওয়ালে 'আজাদ কাশ্মীর', 'ফ্রি প্যালেস্টাইন' লেখা দেখা যায়। তা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিরাপত্তার খাতিরে সশস্ত্র বাহিনী, পুলিশ আউটপোস্ট থেকে সিসিটিভি সব প্রয়োজন বলেই জনস্বার্থ মামলায় দাবি করা হয়। আর তারপরই নাকি লালবাজার থেকে চিঠি গেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে।
কদিন আগে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর সঙ্গে সাদা পোশাকে কলকাতা পুলিশের একটি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে। এদিকে ক্যাম্পাসের বাইরে উর্দিধারী পুলিশ মোতায়েন ছিল। গোটা বিষয়টি নিয়ে শোরগোল হয়। একটি বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ ঢুকবে, সেই প্রশ্ন তোলা হয়েছিল। এবার ক্যাম্পাসের মধ্যেই কার্যত পুলিশ থাকার ব্যবস্থা করার ভাবনা নেওয়া হচ্ছে।
এই মর্মে যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায়, সেই জায়গা চিহ্নিত করতে বলেছে পুলিশ। সেই আউটপোস্ট হলে ২৪ ঘণ্টাই সেখানে পুলিশ থাকবে।
ক্যাম্পাসের বিতর্কিত দেওয়াল লিখন নিয়েও মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও অনেকেই বলছেন, এগুলি পুরনো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে নতুন করে সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি যাদবপুর ক্যাম্পাসে মাথা চাড়া দিচ্ছে দেশ বিরোধী শক্তি? তাই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। আর এর মধ্যেই ক্যাম্পাসের ভিতর পুলিশ আউটপোস্ট হওয়ার আভাস মিলল।