পুলিশি বাধায় কংগ্রেস সমর্থকরা
শেষ আপডেট: 14th December 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল এই দু'জনের বিরুদ্ধে।
এখানেই তাঁদের জামিনের পেছনে সিবিআইয়ের ব্যর্থতাকেই দায়ী করছে সাধারণ মানুষ। সোচ্চার হচ্ছে বিরোধী দলগুলো। শনিবার সকালেই বিক্ষোভে নেমেছে এসএফআই, কংগ্রেস ও এসইউসিআই।
কলেজস্ট্রিটে বিক্ষোভ বাম ছাত্রসংগঠন এসএফআই-এর। অন্যদিকে নিজাম প্যালেসে বিক্ষোভ কর্মসূচি চলছে কংগ্রেসের। পুলিশি বাধা পেয়ে রাস্তাতে বসেই দলের কর্মী-সমর্থকরা স্লোগান তুলতে থাকেন।
অন্যদিকে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে গেলেন কী করে, সেই প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল এসইউসিআইও। সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে থাকে তারা। স্লোগান একটাই, 'তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।'
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।
পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও।