শেষ আপডেট: 17th March 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: রোববার সন্ধেবেলার আচমকা বৃষ্টিতে (Rain) যারপরনাই খুশি হয়েছিল শহরবাসী (Kolkata)। মার্চের শুরুতেই যে হারে গরম পড়তে শুরু করেছে, তাতে একপ্রকার চিন্তার ঘামও ছুটছে সাধারণ মানুষের। একেই আবহাওয়াবিদরা বলছেন, এবছর পারদ পৌঁছোতে পারে ৪৫ ডিগ্রিতে। তারপরও সাময়িক স্বস্তির খবর দিচ্ছে আলিপুর (Weather Office)।
বলা হচ্ছে, আজ রাতের দিকে কলকাতা-সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝড়গ্রাম ও দুই মেদিনীপুরে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যে কারণে সংশ্লিষ্ট জেলাগুলিকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে।
হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হচ্ছে। তাপমাত্রা বাড়তে পারে তরতরিয়ে।
বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতেও।