শেষ আপডেট: 13th September 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্র উদ্ধার হচ্ছিল। কিন্তু তাই বলে উত্তরপত্র! ইডির গোয়েন্দাদের অবাক করেই প্রায় ২০০ উত্তরপত্রের হদিশ মিলল সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতে। আরজিকর দুর্নীতির তদন্তে যা হাতিয়ার হতে পারে বলে মনে করছেন ইডির গোয়েন্দারা।
সূত্রের খবর, সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০ পাতার উত্তরপত্র। এর সঙ্গে কোনও আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ আরজি কর কাণ্ডের পরেই বিভিন্ন মেডিক্যাল কলেজে টাকার বিনিময়ে পড়ুয়াদের নম্বর বাড়ানোর একটি চক্রের হদিশ মিলেছে।
আরজি করের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতি চক্রেরও পর্দাফাঁস হয়। সামনে আসে দুর্নীতি সংক্রান্ত পরের পর অভিযোগ। গ্রেফতার করা হয় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে জেরা করেই তদন্তকারীরা বুঝতে পারেন, একা সন্দীপ নন, এই দুর্নীতি মামলায় তাঁর একাধিক আত্মীয়র যোগ রয়েছে। সন্দীপের বাড়িতে তো বটেই তল্লাশি চালানো হয় তাঁর শ্বশুরবাড়ি ও এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় শ্যালিকার বাড়িতেও। সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং শ্যালিকা অর্পিতা বেরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তখনই তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া উত্তরপত্র-সহ নানা নথি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অর্পিতাকে।
সন্দীপের শ্যালিকা অর্পিতা ইএসআই হাসপাতালের প্রসূতি বিভাগের ডাক্তার। তাঁর স্বামী এসএসকেএমের ডাক্তার। তাই পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন ইডির গোয়েন্দারা।