শেষ আপডেট: 31st October 2024 09:28
দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে আগুনের বিপদ এড়াতে এবছর ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা বসাল কলকাতা পুলিশ। শহরের প্রধান ও বড় বাজির বাজারগুলিতে ফানুস বিক্রিও হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের বড় অংশের। দেখতে সুন্দর হলেও, আদতে বড় দুর্ঘটনার খলনায়ক এই ফানুসই। সেই জন্যই এবার আগাম কড়াকড়ি।
গত বছরে কালীপুজোর দিন, তার আগের দিন পরের ছটপুজোর দিন-- এই তিনদিনে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল কলকাতায়। এই তিনটি অগ্নিকাণ্ডের ক্ষেত্রেই আগুনের মূল উৎস ছিল জ্বলন্ত ফানুস, যা অন্য কোনও জায়গা থেকে উড়ে এসে পড়েছিল এবং আগুন ছড়িয়ে গেছিল। এমনটাই জানা গেছে দমকল বিভাগের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে। এই বিষয়টি লালবাজারকে জানায় দমকল। সেই শিক্ষা নিয়েই এবছর ফানুসে নিষেধাজ্ঞা বসেছে।
দমকল ও পুলিশ সূত্রের দাবি, ফানুস একবার জ্বালিয়ে উড়িয়ে দিলে, তা কোন দিকে যাবে, কখন নিভবে, কোথায় গিয়ে পড়বে-- এসবের কিছুই আর নিয়ন্ত্রণ করা যায় না। রকেট ওড়ানোর ক্ষেত্রে খানিকটা এই সমস্যা থাকলেও, বারুদ শেষ হয়ে গেলে সেগুলির আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে রকেটের শেল থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা কম।
কিন্তু ফানুসের ক্ষেত্রে তা নয়। ফানুস ওজনে হালকা। অল্প হাওয়াতেই দ্রুত দিক পরিবর্তন করে কোথায় চলে যায়, তার ঠিক নেই। ফানুসের খোল কাগজ বা কাপড় দিয়ে তৈরি। ফলে নীচে জ্বালানো আগুনটি দ্রুত গোটা ফানুসে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায়ই দেখা যায়, ওড়ার সঙ্গে সঙ্গে বা মাঝ আকাশে হাওয়ার দাপটে দাউদাউ করে জ্বলছে ফানুস। এমন অবস্থায় সেটি নীচের দিকে নামতে থাকে আর পড়ার পরে বিপদ হয়।
পুলিশ জানিয়েছে, গত বছর এরকম করেই বড় বড় আগুন লেগেছিল। এভাবে যদি কোনও ফানুস পেট্রোল পাম্পে গিয়ে পড়ে, তাহলে বিরাট বিস্ফোরণ হতে পারে। মণ্ডপে পড়লে বহু মানুষ জখম হতে পারেন। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে ফানুসে 'না' ঘোষণা করেছে পুলিশ। ফলে শহরের আকাশে আজ দীপাবলির রাতে ফানুসের মিছিল দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।