শেষ আপডেট: 1st September 2024 07:34
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হল লালবাজারে। সূত্রের দাবি, কোনও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ এলেই তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। শুক্রবার মধ্যরাতে সিঁথির মোড়ের ঘটনার জেরেই লালবাজারের এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
লালবাজার সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে ডিউটি চলাকালীন মদ্যপ থাকার অভিযোগ ওঠে। এবার থেকে ওই অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অতীতে কারা মত্ত অবস্থায় ধরা পড়েছে বা কারা নিয়মিত মদ্যপান করেন, এমন সিভিক ভলান্টিয়ারদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। সূত্রের দাবি, সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারদের প্রতি আলাদা করে নজর থাকবে।
প্রসঙ্গত, শনিবার সকালেই সিঁথির মোড়ে আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দাদের রাতভর বিক্ষোভ আন্দোলনের জেরে এক সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লালবাজার।
আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে শুক্রবার রাত ১১টা থেকে সিঁথির মোড়ে শান্তিপূর্ণভাবে রাস্তার একপাশে পথনাটিকা করছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশের বাইকে করে সেখানে মত্ত অবস্থায় ঢুকে পড়ে এক সিভিক ভলান্টিয়ার। এমনকী আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে।
অভিযোগ ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে তাঁকে পালিয়ে যেতে সাহায্য করেন এক ট্রাফিক সার্জেন্ট। এরপরই ওই সার্জেন্টকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে শামিল হন স্থানীয়রাও। পরে বাসিন্দাদের দাবি মেনে অভিযুক্ত মদ্যপ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। অভিযোগ দায়ের হয় সিভিককে পালাতে সাহায্য করা সার্জেন্টের বিরুদ্ধেও। তারপরই পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার। তার বিরুদ্ধেও ডিউটিতে মত্ত অবস্থায় থাকার অভিযোগ ছিল। এবার সামগ্রিকভাবে মদ্যপ সিভিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে লালবাজার।