শেষ আপডেট: 7th December 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ইতিউতি গজিয়ে ওঠে কলসেন্টার। এদের মধ্যে বেশিরভাগই ভুয়ো বলে জানা যায়। এবার এই সমস্ত কলসেন্টারের তথ্য চাইল লালবাজার। বহু কলসেন্টার বন্ধ করা হলেও এখনও কলকাতার একাধিক এলাকায় এমন ভুয়ো কলসেন্টার রয়ে গেছে বলেই জেনেছে পুলিশ।
বেআইনি কলসেন্টার খুলে দেশের এবং বিদেশের বহু নাগরিকের টাকা হাতিয়ে নেওয়া হয়। কথার জালে ফেঁসে গিয়ে বছর বছর কয়েক লক্ষ-কোটি টাকার প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। পুলিশের অভিযানে এমন অনেক কলসেন্টার বন্ধ হয়ে গেছে। যদিও কিছু সেন্টারের মালিক পুলিশি অভিযানের আগেই অফিস বন্ধ করে গায়েব হয়ে যেতেন। পরে অন্য জায়গায় অফিস খুলে আবার চালাতেন ব্যবসা। সেই সব কলসেন্টার বন্ধ করতেই এবার তৎপর পুলিশ।
গত পাঁচ বছরে কলকাতা পুলিশ এলাকার কোথায় কতগুলি বেআইনি কলসেন্টার খোলা হয়েছে স্থানীয় থানাগুলির কাছে সেই হিসাব চেয়েছে লালবাজার। এই কলসেন্টারগুলির বিরুদ্ধে যদি কোনও মামলা হয়ে থাকে তাহলে তার তথ্যও চেয়েছে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি থানা সেই তথ্য পাঠিয়েছে লালবাজারকে।
পুলিশ জানতে পেরেছে, এখন কলকাতা শহরে বেশ কিছু কলসেন্টার লুকিয়ে চালানো হচ্ছে। এর অর্থ, বাইরে থেকে দেখে বোঝাই যাবে না যে ভিতরে কোনও অফিস আছে। এই ধরনের অফিসই বন্ধ করা মূল লক্ষ্য কলকাতা পুলিশের। কারণ এখনও এখান থেকে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর বর্তমানে যেভাবে সাইবার প্রতারণা এবং ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা ঘটছে তাতে এই কলসেন্টারগুলি বন্ধ করা আবশ্যিক হয়ে পড়েছে।