শেষ আপডেট: 10th September 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: ভিড় বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার গড়িয়া থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল বাসটি। ভরা বাসে এক মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলা চিৎকার করায় অন্য যাত্রীরা তেড়ে যান ওই যাত্রীর দিকে। রুবি মোড়ের কাছে বাস দাঁড়াতেই নেমে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। তাঁকে ধরে ফেলে কসবা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই মহিলা জানান, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য এদিন সকালে বাসে উঠেছিলেন। বাসে ভিড় থাকার সুযোগ নিয়ে এক ব্যক্তি ক্রমাগত উত্যক্ত করতে থাকে তাঁকে। অশালীন আচরণ করে। কয়েকবার বলার পরেও না শোনায় চিৎকার করে ওঠেন তিনি। তখন বাসের অন্য যাত্রীরাও প্রতিবাদ করেন। সবাই মিলে রুখে দাঁড়ানোয় রুবি মোড়ের কাছে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ওই ব্যক্তি বাস থেকে নেমে পড়ায় তার পিছন পিছন নেমে পড়েন ওই মহিলাও। আটকানোর চেষ্টা করেন তাঁকে। সহযাত্রীরা নেমে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। কসবা থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। মহিলা বলেন, "আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে গোটা রাজ্যের মানুষ সরব হয়েছেন। নিয়মিত পথে নামছেন তাঁরা। কিন্তু কিছু লোকের ঘুম তাতেও ভাঙছে না। রাস্তায় ঘাটে যেখানে পারছে সেখানে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করছে। এবার মহিলাদের রুখে দাঁড়ানো দরকার।"