শেষ আপডেট: 2nd October 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, তথ্য প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়। তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত হয়েছিল। আগেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এই ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার তিনি তাঁদের গ্রেফতারি চাইলেন!
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কুণাল বলেছেন, ''ওই জুনিয়র ডাক্তাররা প্রথমে ময়নাতদন্তের নথিতে সই করেছেন, তারপর প্রতিবাদে সামিল হয়েছেন। ওঁদের গ্রেফতার করে আগে জেরা করা উচিত সিবিআই-এর! এমন দ্বিচারিতা কেন, কারা আছে ওঁদের পিছনে, জানা দরকার।'' আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের ইস্যু ছাড়াও হাসপাতালের চারতলার সেমিনার হলের একাংশের দেওয়াল ভাঙা নিয়েও অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। তারও পাল্টা দিয়েছেন কুণাল।
সাগরদত্তের ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে নেমেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাঁদের বিরুদ্ধে ময়নাতদন্ত ইস্যুতে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, "সই মানে মান্যতা। ভুল থাকলে সই কেন? জানতাম না বলেছিলেন কেন? আপত্তি থাকলে সইয়ের সঙ্গে সেটা কেন লেখেননি? কেন নথি ফাঁসের পর নাটক? তখন সই, এখন প্রতিবাদ কেন?" এই প্রসঙ্গে, নতুন করে ডাক্তারদের কর্মবিরতির নেপথ্যেও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা।
যদিও যে ময়নাতদন্ত নিয়ে বিতর্ক সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট্রের পক্ষ থেকে কিঞ্জল নন্দ স্পষ্ট করে জানিয়েছেন, "যাতে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা না হয়, তাই ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানানো হয়েছিল। সেই দাবিতে সই করা মানে এই নয় যে ময়নাতদন্তের স্বচ্ছতার দায়ও জুনিয়র ডাক্তারদের। পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।"