শেষ আপডেট: 17th October 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: একজন প্রভাবশালী চিকিৎসক, যিনি আরজি কর কাণ্ডের প্রতিবাদ করা জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও সামিল হয়েছেন, তাঁর সঙ্গে কি সারদা কর্তা সুদীপ্ত সেনের যোগ রয়েছে? প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার সিবিআই দফতরে গিয়ে একটি চিঠি জমা দিয়েছেন তিনি। তাতেই প্রসঙ্গ তুলেছেন ডাঃ অভিজিৎ চৌধুরীকে নিয়ে।
লিভার ফাউন্ডেশনের চিকিৎসক অভিজিৎ চৌধুরীর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের যোগসূত্রে থাকতে পারে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ''প্রথম দিন থেকে সিবিআই-এর সঙ্গে আমি সহযোগিতা করছি। আজও করলাম। তাঁদের দফতরে একটি চিঠি দিয়ে এলাম।'' ডা. অভিজিৎ চৌধুরীকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি ওই চিঠিতে।
কুণালের বক্তব্য, আরও বেশ কিছু বিষয় রয়েছে তা তদন্ত করে দেখা উচিত সিবিআই-এর। যেমন, সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে আগে থেকে কোনও পরিচয় ছিল কিনা ডাঃ অভিজিৎ চৌধুরীর। এছাড়া বাম ঘনিষ্ঠ এই ডাক্তার একই লোক কিনা যিনি সিপিএমের তৎকালীন রাজ্য কমিটির এক প্রভাবশালী সদস্যের সঙ্গে সুদীপ্ত সেনের আলাপ করিয়ে দিয়েছিলেন। এই অভিজিৎ চৌধুরীর মাধ্যমে সুদীপ্ত সেন সিপিএমকে কোনও বিজ্ঞাপন বা অন্য কিছু মারফৎ টাকা দিয়েছিলেন কিনা।
একই রকমভাবে সারদা কর্তা নিজে লিভার ফাউন্ডেশনে কোনও টাকা দিয়েছিলেন কিনা তাও তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন কুণাল ঘোষ। এই প্রেক্ষিতে ওই চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি তুলেছেন তৃণমূল নেতা। একই সঙ্গে চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওই চিকিৎসকের সংগঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি।
Cooperated with CBI investigation since first day. Today again went to CBI office, submitted a letter. pic.twitter.com/orjLJOwJbF
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 17, 2024
কুণালের সাফ কথা, গোটা বিষয়ের জন্য যদি ওই চিকিৎসক ও সুদীপ্ত সেনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয় তাতেও সহযোগিতা করবেন তিনি। তবে যেভাবেই হোক সত্যিটা যাতে সামনে আনা যায় সেই আর্জি সিবিআইকে করেছেন কুণাল।