শেষ আপডেট: 21st October 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে গান বেঁধেছেন শ্রেয়া ঘোষাল। গেয়েছেন কলকাতার মঞ্চ থেকে। গানেই প্রশ্ন রেখেছিলেন 'এ যে শরীরের চিৎকার, তুমি বন্ধু আজও শুনবে?' শ্রেয়ার গানের একেকটা লাইন প্রতিবাদ হয়ে আছড়ে পড়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কোনায় কোনায়। দর্শকরা স্লোগান তুলেছিলেন, 'উই ডিম্যান্ড জাস্টিস'। এমন প্রতিবাদের ধরণ দেখে তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, 'এ রাজ্যে গণতন্ত্র আছে, অন্য জায়গায় নেই'।
শনিবার সন্ধে। দর্শকে ছয়লাপ নেতাজি ইন্ডোর। 'মেরে ঢোলনা' গেয়ে এতদিন কনসার্টের অনুষ্ঠান শেষ করতেন শ্রেয়া। ওই দিন নিজেই রীতি বদলে ভিড়ে ঠাসা স্টেডিয়ামে 'মেরে ঢোলনা' গাওয়ার পর শ্রেয়া আরজি করের প্রতিবাদে গান শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
'
আর এবার শ্রেয়ার গানের প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। নিজের ফেসবুকে তিনি লেখেন, 'শ্রেয়ার গান যথাযথ। যাঁরা এনিয়ে রাজনীতি করতে নেমেছেন, তাঁরা মনে রাখুন, শ্রেয়া প্রথম দিন থেকে বলেছেন নারী নির্যাতনের সমস্যাটা গোটা দেশের সমাজের। তিনি বাঙালী, কলকাতায় গেয়েছেন, ঠিক করেছেন, স্বাগত জানাই।'
শেষে তিনি আরও লেখেন, 'শিল্পী তাঁর মানসিকতা আগে থেকেই বলেছেন। নিজেদের কুৎসার একতরফা লাইনে ব্যবহার করবেন না। এখানে গণতন্ত্র আছে, শিল্পী গাইতে পারেন। অন্য রাজ্যে নেই।'
গত ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের এই কনসার্ট হওয়ার কথা ছিল। তবে ৯ অগস্ট আরজি করের নৃশংস ঘটনার পর ওই কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন শ্রেয়া নিজেই।
এক বিবৃতিতে সে সময় শ্রেয়া জানিয়েছিলেন, ‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’
তারপর কলকাতার মঞ্চ থেকে গানের মাধ্যমে নিজের সেই যন্ত্রণার কথা বলে গেলেন শ্রেয়া ঘোষাল। রেখে গেলেন প্রশ্নও, 'এ যে শরীরের চিৎকার...যাকে ভাঙনের শব্দে, তুমি বন্ধু আজও শুনবে?'