শেষ আপডেট: 3rd February 2025 21:35
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা নতুন করে তদন্ত চাইছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও মামলা চলছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে ফের মন্তব্য করে নির্যাতিতার পরিবারের উদ্দেশে বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জানতে চেয়েছেন, তাঁরা আদতে দোষী সঞ্জয় রায়ের মুক্তি চাইছেন কিনা!
শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডের রায় ঘোষণার পর পুরোপুরি সন্তুষ্ট হয়নি নির্যাতিতার পরিবার। তাঁদের স্পষ্ট দাবি, সঞ্জয় এক দোষী নয়, আরও অনেকে আছে। তাদের সকলকে শাস্তি দিতে হবে। সিবিাই তদন্ত নিয়েও তাঁরা ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয় নিয়ে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা তাঁদের উদ্দেশে বিরূপ মন্তব্য ইতিমধ্যেই করেছেন। এবার কুণাল ফের মুখ খুলে বিতর্ক বাড়ালেন।
ভিডিও বার্তায় তৃণমূল নেতা আরজি কর নির্যাতিতার বাবা-মার উদ্দেশে প্রশ্ন তুলেছেন, ''পুনরায় বিচার, পুনরায় তদন্ত চাইছেন, এর মানে কী? যে মূল ধর্ষক এবং খুনি সেই সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান? তার শাস্তিকে মুকুব করে দিতে চান?'' কুণালের কথায়, বিরোধীরা যে কাল্পনিক কথাগুলো বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেই কথাগুলিই বলছেন নির্যাতিতার বাবা-মা। এই প্রেক্ষিতে তৃণমূল নেতার আর্জি, সকাল-বিকেল বক্তব্য না বদলে যেন নির্যাতিতার বাবা-মা বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখেন।
কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল। পরে সিবিআই তদন্তভার হাতে নিয়ে আর কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টে শেষ পর্যন্ত সঞ্জয় রায়ই দোষী সাব্যস্ত হয়েছে। শিয়ালদহ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা তাতেও খুশি না হওয়ায় কুণালের কটাক্ষ, ''আপনারা পুলিশে সন্তুষ্ট নন, সিবিআইতে-ও নন। নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট কিছুই মানছে না। আপনারা তাহলে কী চাইছেন...।'' নির্যাতিতার বাবা-মার বিচার নিয়ে মন্তব্যের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলি সুবিধা পাচ্ছে বলেই মত কুণাল ঘোষের।