শেষ আপডেট: 12th October 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অনশন করছেন। গত শনিবার থেকে সেই অনশন চলছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় শহরের তিন নামী বেসরকারি হাসপাতাল 'পেন ডাউন' করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে দু'দিন ওই হাসপাতালগুলিতে কাজ বন্ধ রাখবেন সিনিয়র ডাক্তাররা।
সিকে বিড়লা, উডল্যান্ড এবং কোঠারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ তারিখ 'পেন ডাউন' করতে চলেছেন তাঁরা। এক সিনিয়র ডাক্তারের কথায়, ''আমরা সরকারের কাছ থেকে এখনও প্রতিক্রিয়া পায়নি, তাই বাধ্য হচ্ছি পেন ডাউন করতে। আমরা যখন জানতে পারব সরকার ব্যবস্থা নিচ্ছে তখন আমরা কাজে ফিরব।'' জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ ১৫ তারিখের পর নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
এর আগে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ পুজোর পর থেকেই কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। সেই তালিকায় রয়েছে ফর্টিসও। আগামী ১৪ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে হাসপাতালের একাধিক চিকিৎসক কর্মবিরতিতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া কোনও পরিষেবা তাঁরা আর দেবেন না। যতদিন না পর্যন্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি রাজ্য সরকার মেনে নিচ্ছেন ততদিন এই কর্মবিরতি করবেন তাঁরা।
গত ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গত শুক্রবার রাতে ধর্মতলায় আরও দুই জন জুনিয়র ডাক্তার এই অনশনে যোগ দেন। অনশনরত জুনিয়র ডাক্তারদের রক্তে শর্করার মাত্রাও কমছে। মূত্রে ‘কিটোন বডি’ মিলেছে এবং রক্তচাপও ওঠানামা করছে। স্বাভাবিকভাবেই তাঁদের সকলকে নিয়ে চিন্তা বাড়ছে। কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট কথা, শারীরিক অবস্থা যাই হোক না কেন, মনোবল তাঁদের দৃঢ় আছে।