শেষ আপডেট: 23rd September 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা স্টেশনের কাছে ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়াল এলাকায়। স্টেশন লাগোয়া একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই দেহটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উল্টোডাঙা থানার পুলিশ সহ লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা স্টেশনের পাশেই একটি পরিত্যক্ত জায়গা রয়েছে। সোমবার দুপুর দেড়টা নাগাদ স্থানীয়রা এক ব্যক্তির দেহ ওই জায়গার একটি গাছের ডালে ঝুলতে দেখেন। পুলিশকে খবর দেন তাঁরা। এরপরেই ঘটনাস্থলে যায় উল্টোডাঙা থানার পুলিশ। সেখানে গিয়ে তারা দেখেন, একটি গাছে ডালের সঙ্গে ইলেক্ট্রিকের তারের ফাঁস লাগানো অবস্থায় দেহ ঝুলছে। এরপরেই লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও সেখানে যান। সঙ্গে যায় ফরেন্সিক টিম। তাঁরা তদন্ত শুরু করে। বিকেলের দিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বা পরিচয় এখনও তারা জানতে পারেননি। শরীরের বাইরে কোনও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। খুন না আত্মহত্যা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পরেই তা নিশ্চিত করা যাবে। তবে স্টেশন এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, স্টেশনের ধারেই ওই জায়গায় দুষ্কৃতীরা ঘোরা-ফেরা করে। ঝোপঝাড়ে ঢাকা ওই জায়গায় রাত হলে অন্ধকারে ঢেকে যায়। এলাকায় কোনও সিসিটিভি নেই। ফলে বাসিন্দারা এলাকায় পুলিশ নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।