শেষ আপডেট: 2nd November 2024 08:33
দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙার ঘটনা নিয়ে সোশ্য়াল মাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করল কলকাতা পুলিশ।
শনিবার কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানানো হয়েছে। পুলিশের দাবি, সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে নারকেলডাঙায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে সোশ্য়াল মাধ্যমে গুজব ছড়িয়েছিল। এ প্রসঙ্গে পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো বর্ণনা তৈরির চেষ্টা করা হয়েছে। কোনও কালী পূজার বিসর্জন মিছিলে হামলা হয়নি।
An attempt has been made on social media to create a fake narrative about incident at Narkeldanga . No Kali Puja immersion procession was attacked. Issue was related to parking of a bike which led to fight between two individuals and further escalated. (1/2)
— Kolkata Police (@KolkataPolice) November 1, 2024
পুলিশের দাবি, বাইকের পার্কিং সম্পর্কিত একটি গোলমালকে কেন্দ্র করে নারকেলডাঙায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এবং তা আরও বাড়তে থাকে। পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত কালী পুজোর বিসর্জন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হয়েছে। তাই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বস্তুত, কালীপুজো বা দীপাবলির রাত থেকে শব্দবাজিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অন্যবারের তুলনায় এবার পুলিশি নজরদারিও অনেক বেশি ছিল। এমনকী বাজি ফাটানোর সময়ও বেঁধে দিয়েছিল পুলিশ। শোভাযাত্রার বিসর্জনকে ঘিরে প্রতিটি এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থার জেরে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে বলে দাবি কলকাতা পুলিশের।