শেষ আপডেট: 19th October 2024 11:41
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এবারও বাজি বাজার বসবে। কিন্তু নিয়ম-বিধি খানিকটা আলগা। তাঁর কারণ, এবারে কালীপুজোর আগে বিক্রি হওয়া বাজি বৈধ কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে না। বাজি ব্যবসায়ী, উৎপাদক এবং পুলিশের মধ্যে সদ্য হওয়া বৈঠকে যে মিটিং মিনিটস ছিল, সেখানে এমন কথাই লেখা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
গোটা ব্যাপারটা জানাজানি হতেই বাজি ব্যবসায়ীদের একাংশ তো বটেই শহরের সচেতন মানুষ থেকে শুরু করে পরিবেশকর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। গত বছরও দূষণে দিল্লির পরেই কলকাতার নাম উঠে এসেছে। তারপরও এহেন সিদ্ধান্তে মোটেই খুশি হতে পারছেন না অনেকেই।
কেউ কেউ মনে করছেন, আগে যখন পরীক্ষা করে বাজি বৈধ নাকি তা দেখা হত, তখনও বেআইনি বাজি বিক্রিতে লাগাম টানা যায়নি। এখন যদি পরীক্ষাই না করা হয়, তাহলে বিষয়টা চিন্তার হবে বলেই মনে করা হচ্ছে।
যদিও কলকাতা পুলিশ বলছে, শব্দবাজির ক্ষেত্রে দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গেও ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড়পত্র রয়েছে। সুতরাং শব্দদূষণ রুখতে তারা মনে করছে আলাদা করে শব্দমাত্রা পরীক্ষার তেমন দরকার নেই।
পুলিশকর্তাদের কথায়, কালীপুজোর আগে আগে যে বাজি বাজার বসে, তাতে সবুজবাজি বিক্রিরই নিয়ম বাঁধা রয়েছে। কাজেই আলাদা করে সেখানে বৈধতা পরীক্ষা করার প্রয়োজন থাকছে না।
একাংশ আবার এই সিদ্ধান্তে একমত হতে পারছেন না। তাঁদের মতে, হামেশাই বাজি বিস্ফোরণের খবর আসছে। মৃত্যু হচ্ছে, অথচ তারপরও কারও কোনও ভ্রূক্ষেপ নেই।