শেষ আপডেট: 25th September 2024 23:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে পুলিশের কাছে। তাই পরবর্তী ২ মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বুধবার বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিষয়টি জানিয়েছেন।
বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করেছে পুলিশ। একই সঙ্গে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কারও হাতে লাঠি বা এই ধরনের কোনও 'অস্ত্র' দেখতে পেলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর এই নিয়ম জারি থাকবে। এই দুই মাস কোনও রকম জনসভাও করা যাবে না এই এলাকাগুলিতে।
আরজি কর কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ করছে শহরবাসী। তবে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যান্য বছরের চেয়ে এবার দুর্গাপুজো যে অন্যরকম হতে চলেছে তা বলতে বাধা নেই। বিভিন্ন মণ্ডপে আরজি কর ইস্যুতে স্লোগান উঠতে পারে এমন সম্ভাবনা আছে। আবার কোথাও কোনও কর্মসূচিও হতে পারে পুজোর মধ্যে। এই সব নিয়ে পুলিশ যে প্রস্তুত রয়েছে তা আগেই জানিয়েছেন নগরপাল। পুজোর মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই বিবৃতি জারি করা হয়েছে বলে মত অনেকের।
রাজ্যবাসী কি এবার উৎসবে মাততে মুখিয়ে আছে? এই প্রশ্নের উত্তর অবশ্য পরে মিলবে। তার আগে পুলিশ কিন্তু নিরাপত্তা নিয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে প্রতিবারের মতোই। বুধবার আলিপুরের 'ধনধান্য' সভাগৃহে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা দুর্গাপুজোর একাধিক কমিটির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর তিনি সংবাদমাধ্যমে বলেন, ''প্রত্যেক বছর পুজো যে রকম ভাল কাটে কলকাতায় এবার সে রকমই যাতে কাটে সেই বিষয়ে আমরা নজর রাখছি। আশা করছি সবারই সহযোগিতা আমরা পাবো। আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রস্তুতি রয়েছে। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা রোখার জন্য পুলিশ প্রস্তুত।''
তিনি এও জানান, পুজো উদ্যোক্তাদের থেকে তাঁরা বেশকিছু ইনপুট পেয়েছেন, সেগুলি পর্যালোচনা করা হচ্ছে। চলতি বছর যে শান্তিপূর্ণ পুজো হবে, এই আশা রাখছেন কমিশনার।