শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা লেন থেকে আবারও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে আড়াই মাস আগে শিয়ালদা সংলগ্ন একই এলাকায় উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। এবারও একই এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেনার চেষ্টা করে। তখনই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে, এ পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দারা এই সময় প্রশ্ন তুলেছেন, কী কারণে এই বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ঠিক ওই এলাকা আসছিল অভিযুক্তরা। ডাকাতির উদ্দেশ্য ছিল না কি, নাকি অন্য কোনও উদ্দেশ্যে তারা অস্ত্র সরবরাহ করতে আসছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তবে, এই ঘটনা নতুন কিছু নয়। আগের বার শিয়ালদায় ঠিক একই জায়গা থেকে অস্ত্র তৈরির কারখানা উদ্ধার হয়েছিল। সেই সময়ও ভিন রাজ্যের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাই, এই নতুন অভিযুক্তদের পূর্বের ঘটনাগুলির সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ধৃত পাঁচজনকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে তারা।