শেষ আপডেট: 18th September 2024 08:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের জেরে পুলিশের ওপর সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে এটা সত্যি। তা বলে খাস কলকাতায় এমন ঘটনা ঘটবে? নাকা চেকিংয়ের সময়ে এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারা হল। শুধু তাই নয়, তাঁর বাইকও ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে ওই পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে আহত হয়েছেন এক সিভিক ভোলেন্টিয়ার এবং এক কনস্টেবলও।
মঙ্গলবার রাতে তপসিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, প্রতিদিন যেমন নাকা চেকিং চলে তেমন চলছিল রাতে। মদ খেয়ে যাতে কেউ বাইক, গাড়ি না চালান সেই কারণেই এই চেকিং হচ্ছিল। এই সময়ই ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এলাকায় ওই পুলিশ সার্জেন্টের ওপর ২০-৩০ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তাঁর সঙ্গে আক্রমণ করা হয় ডিউটিতে থাকা সিভিক ভোলেন্টিয়ার এবং কনস্টেবলকেও। ভেঙে দেওয়া হয় পুলিশ বাইক। তবে ঠিক কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে তপসিয়া থানার পুলিশ। এলাকার ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। অনুমান, প্রত্যেকে স্থানীয় বাসিন্দাই হবে। এদিকে ওই পুলিশ সার্জেন্টের ঘাড়ে, পায়ে এবং মাথায় চোট লেগেছে বলে খবর। যদিও তিনি স্থিতিশীল রয়েছেন। বাকিদের চোট তেমন গুরুতর নয়।
অন্যদিকে, সোমবারই কলকাতার রাস্তায় অপহরণের চেষ্টা হয়েছিল এক ব্যক্তিকে। তা বানচাল করেছে কলকাতা পুলিশ। পাটুলি এলাকায় একটি টেম্পো ট্রাভেলর গাড়িতে অপহরণ করে তোলা হয়েছিল এক যুবককে। কিন্তু পুলিশের একাধিক অফিসার মিলিতভাবে সেই অপহরণ রুখেছেন এবং গ্রেফতার করেছেন তিনজনকে।