শেষ আপডেট: 24th September 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: বিপদে পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশের ১০০ ডায়াল নম্বর ছিলই। এবার নাগরিক সুরক্ষায় আরও একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।
মঙ্গলবার এ ব্যাপারে কলকাতা পুলিশ পুলিশের তরফে একটি বিবৃতিতে সমস্ত থানাকে বলা হয়েছে, নাগরিক সুরক্ষায় সংশ্লিষ্ট নম্বরগুলি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এজন্য থানায় থানায় সচেতনতা ক্যাম্প করার কথাও বলা হয়েছে।
শুধু নিরাপত্তা সংক্রান্ত নয়, হাসপাতাল সংক্রান্ত কোনও অভিযোগ, ট্রাফিক সমস্যা থেকে সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক পৃথক ফোন নম্বরও চালু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
স্বাস্থ্য সংক্রান্ত কোনও সাহায্যের জন্য ফোন করতে হবে ১৮০০ ৩৪৫ ৫৬৭৮ নম্বরে। সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা হয়েছে ৯৮৩০০৮৮৮৮৪ নম্বর। মহিলাদের সুরক্ষায় ১০৯১ নম্বর, অপরাধ দমনে ১০৯০, ট্রাফিক সমস্যা সম্পর্কিত বিষয়ে সাহায্যের জন্য ১০৭৩ ফোন নম্বরে ফোন করা যাবে।
এখন পুজোর মরসুম চলছে। বহু জায়গায় চাঁদা নিয়ে জোরজুলুমের অভিযোগ উঠত অতীতে। সেদিকে খেয়াল রেখে তোলাবাজি বা চাঁদা সংক্রান্ত অভিযোগের জন্য ৯৪৩২৬১১০০০ নম্বর চালু করা হয়েছে। এছাড়াও আরও একটি নম্বর (৮০১৭১০০১০০) দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। ২৪ ঘণ্টায় এই নম্বরগুলিতে ফোন করে সাহায্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পর্যবেক্ষকদের অনেকের মতে, আরজি করের ঘটনায় যেভাবে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠেছিল, প্রতিবাদ জানাতে মানুষ পথে নেমেছিলেন, তারপরে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। বহু ক্ষেত্রে পুলিশি সক্রিয়তাও সামনে আসছে। এবার পুজোর মরসুমে পুলিশের তরফে এক গুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করা হল। যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।