শেষ আপডেট: 24th October 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: স্থলভাগের সঙ্গে দূরত্ব কমছে ঘূর্ণিঝড় দানার। শেষ বুলেটিনে উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া দফতর জানায়, শেষ আড়াই ঘণ্টায় আরও ৫০ কিমি এগিয়ে এসেছে দানা। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। কলকাতাতে সন্ধ্যা থেকেই ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শহরের রাস্তায় গাছ ভেঙে পড়ার আশঙ্কা থাকছেই। পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজোর মণ্ডপ নিয়েও চিন্তা থেকেই যাচ্ছে প্রশাসনের। আর তাই ২৬টি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের নিয়ে আলাদা দল তৈরি করে রেখেছে লালবাজার।
রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার ইত্যাদি এই দলের কাছেই রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়েও কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে।
প্রশাসনের তরফে পুলিশকে সতর্ক করে বলা হয়েছে পুলিশকর্মীরা কোনও মতেই গাছ বা অস্থায়ী কোনও কাঠামোর নীচে আশ্রয় না নেন। আম্ফানের পরে ট্র্যাফিক পুলিশকর্মীরাই প্রথমে ভেঙে পড়া গাছ সরাতে শুরু করেন। এবার ট্র্যাফিক পুলিশের ওই বিশেষ দল ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে দল থাকছে লালবাজার এবং পুলিশ ট্রেনিং স্কুলে।
হাওয়া অফিস সূত্রের দাবি, ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। ল্যান্ডফলের সময় দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১২০ কিমি। তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে সমুদ্রে।