শেষ আপডেট: 1st January 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: বিরাট অঙ্কের সাইবার দুর্নীতিতে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাঁশদ্রোণী এলাকার একটি জালিয়াতি মামলায় তাঁকে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই যুবক দেশের অন্তত ৩০০টি সাইবার মামলায় এবং সব মিলিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বাঁশদ্রোণীর এক বাসিন্দা সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। সেই ঘটনার তদন্তে নেমেই বারাসত থেকে তন্ময় পাল নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। দেখা যায়, তাঁর অ্যাকাউন্টেই ওই ৪৬ লক্ষ টাকা গেছে। এরপর তন্ময়কে জেরা করে তাঁর আরও এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশি তদন্তে উঠে আসে, এই দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গোটা দেশের অন্তত ৩০০টি সাইবার জালিয়াতির অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। সবকটি মামলায় কোনও না কোনওভাবে মূল অভিযুক্ত তন্ময়ের নাম রয়েছে। তাঁকে গ্রেফতার করার পর ৩১ ডিসেম্বর পর্যন্ত হেফাজতে পেয়েছিল পুলিশ। তাঁকে জেরা করার পরই আরও কয়েকজনের খোঁজ পেয়েছে কলকাতা পুলিশ।
সম্প্রতি কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তথ্য শেয়ার করে সকলকে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছে। তাঁরা জানায়, পুলিশের সাইবার থানার কেস নং ১১৪ (বিনিয়োগ প্রতারণার মামলা)-এ এই যুবককে গ্রেফতার করে তাঁরা। এই প্রেক্ষিতে তাঁদের সতর্কবার্তা, ফোন কল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিনিয়োগ পরামর্শদাতা সেজে প্রতারণা করা ব্যক্তিদের থেকে দূরে থাকুন।
A person was arrested by Kolkata Police few days back from Barasat in Cyber PS Case No. 114 (Investment Fraud case). Investigation reveals that bank accounts linked to the accused and his associates are connected to over 300 fraud cases across India, amounting to about ₹65… pic.twitter.com/ifPg7SfxgL
— Kolkata Police (@KolkataPolice) January 1, 2025