শেষ আপডেট: 15th March 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ আমল থেকে বাংলায় ঘোড়সওয়ার বাহিনী আছে শুধুমাত্র কলকাতা পুলিশে। এই ঐতিহ্য আজকের নয়। ময়দানে ধুলো উড়িয়ে নিরাপত্তার দায়িত্ব নিঃশব্দে সামলে যাচ্ছে এই বাহিনী। পঞ্চকুলায় আয়োজিত ৪৩ তম অল ইন্ডিয়া পুলিশ ইকোয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপ ও মাউন্টেড পুলিশ ডিউটি মিটে অংশগ্রহণ করে এবার স্বর্ণপদক জিতল তারা।
কলকাতা পুলিশের তরফে খবরটি সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। প্রদর্শনীর কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'অশ্বারোহী বাহিনী পঞ্চকুলা চণ্ডীগড়ে ৪৩ তম সর্বভারতীয় পুলিশ অশ্বারোহী চ্যাম্পিয়নশিপের কোয়াড্রিল ইভেন্টে পরপর দ্বিতীয় বছর স্বর্ণপদক পেল।'
প্রদর্শনীতে কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী ছাড়াও দিল্লি পুলিশ ও অন্যান্য রাজ্যের অশ্বারোহী বাহিনীও ছিল। দিল্লি পুলিশের তরফে গত এক মাস ধরে এই নিয়ে প্রশিক্ষণও চলেছিল বলে জানা যায়।
গতবছর এই অনুষ্ঠানেই স্বর্ণপদক পেয়েছিল কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী।