শেষ আপডেট: 14th October 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই রেড রোডে পুজো কার্নিভাল রয়েছে। কিন্তু আগেভাগেই উৎসবকে ‘বয়কট’ করে আগামীকালই ‘দ্রোহের কার্নিভালের’ ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। যদিও প্রথম থেকেই চিকিৎসকদের কার্নিভালে অনুমতি দেয়নি রাজ্য। সাফ জানিয়েছিল কোনওভাবেই পুজো কার্নিভালের দিন ওই কর্মসূচি করতে পারবেন না তাঁরা।
সোমবার ‘দ্রোহের কার্নিভালের’ ছাড়পত্র না দিয়ে কলকাতা পুলিশ পরিষ্কার জানিয়েছে, কোনওভাবেই মিছিল করা যাবে না। এদিনই স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে কার্নিভালে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়ে এসেছে চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা।
রবিবারই ইমেল পাঠিয়ে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মুখ্যসচিব। বারবার অনুরোধ করেছিলেন রেড রোডে পুজোর কার্নিভালের দিন রানি রাসমনি রোডে এমন অনুষ্ঠান করবেন না।
সোমবার বিকেলে কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না পেয়ে চটে লাল চিকিৎসকরা। আয়োজক সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আটকানো যাবে না। আগেই আমরা পুলিশকে পুরো বিষয় জানিয়েছি। মঙ্গলবার আমাদের কর্মসূচি হচ্ছেই।
এদিকে পুজোর কার্নিভাল বন্ধ করতে চেয়ে ময়দানে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার দলীয় পতাকা ছাড়া রাজ্যের বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।
সোমবার বিজয়া সম্মিলনীতে যোগ দিতে সিউড়ির বিজেপির জেলা কার্যালয়ে এসেছিলেন শুভেন্দু। সেখান থেকেই রাজ্য সরকারের দুর্গাপুজোর কার্নিভাল বয়কটের ডাক দেন তিনি। পুলিশি অনুমতি না মেলায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও শেষমেশ সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত রুট ঠিক করা হয়েছে বলেই জানিয়েছেন শুভেন্দু।