শেষ আপডেট: 24th January 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রজাতন্ত্র দিবস। তার জন্য শহরে যে নিরাপত্তায় কড়াকড়ি হবে তা স্বাভাবিক ব্যাপার। তবে চলতি বছর বাংলাদেশ ইস্যুর জন্য বেড়েছে অনুপ্রবেশকারী নিয়ে চিন্তা। তাই আরও কঠোর নিরাপত্তার কথা ভেবেছে পুলিশ। সেই মতো ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কলকাতাজুড়ে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকতে চলেছে রবিবার।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ১১৯ ইন্সপেক্টর, ৪৬ এসিপি পদমর্যাদার পুলিশ, ২২ জন ডিসি সহ ২ হাজার ৩০০ ফোর্স মোতায়েন থাকবে শহরের বিভিন্ন এলাকায়। একাধিক পয়েন্টে নাকা চেকিং করা হবে, হোটেল এবং রেস্তোরাঁগুলিতে বাড়তি নজর দেবে পুলিশ। পাশাপাশি কলকাতা মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা এবং ধর্মতলা চত্বরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
শুধুমাত্র রেড রোডে ১১টি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং শহরের ২২টি স্পেশ্যাল জোনে আলাদা করে নজরদারি চালানো হবে। একই সঙ্গে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য ভোর সাড়ে ৫টা থেকে কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে গাড়ি চলাচলের জন্য। প্যারেড শেষ হলেই তা খুলে দেওয়া হবে।
কোন কোন রাস্তা বন্ধ
হসপিটাল রোড, লাভারস লেন, খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইন্স ওয়ে, প্লাসি গেট রোড, ডাফলিন রোড, আউটট্রাম রোড, এসপ্ল্যানেড র্যাম্প।
বিগত কয়েক মাসে রাজ্য তো বটেই কলকাতা শহর থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হয়েছে। জঙ্গিও ধরা পড়েছে একাধিক। এর মধ্যে রয়েছে আবার পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনা। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।