Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
NEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসাঘুমের মধ্যেই ছোট্ট শরীরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ছেলেকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন মা'মনে হচ্ছিল ভূমিকম্প বা বিস্ফোরণ', আমদাবাদ বিমান দুর্ঘটনার মুহূর্ত এখনও ভোলেননি স্থানীয়রাআইসক্রিম কেক দিয়ে হোক ফাদার্স ডে সেলিব্রেশন, অফার নিয়ে হাজির বাসকিন রবিন্স
Kolkata Police Constable Arrested

এন্টালিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল! ভর দুপুরে লুট হয়েছিল আড়াই কোটি

 এই অভিযুক্ত কোনও ছ্যাঁচড়া ডাকাত নয়, ইনি খোদ কলকাতা পুলিশের কনস্টেবল (Kolkata Police constable arrested in robbery case)!

এন্টালিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল! ভর দুপুরে লুট হয়েছিল আড়াই কোটি

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস।

শেষ আপডেট: 14 May 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই ভক্ষক!

গত ৫ মে কলকাতার উপকণ্ঠে এন্টালিতে ট্যাক্সি থেকে আড়াই কোটি টাকা লুট করার অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই ছ'জনকে গ্রেফতার করে। এবার সপ্তম ব্যক্তিকেও পাকড়াও করল পুলিশ। ঘটনাচক্রে, এই অভিযুক্ত কোনও ছ্যাঁচড়া ডাকাত নয়, ইনি খোদ কলকাতা পুলিশের কনস্টেবল (Kolkata Police constable arrested in robbery case)!

পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম মিন্টু সরকার। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল পদে কর্মরত মিন্টিুর বাড়ি দক্ষিণ দিনাজপুরের জয়পুর থানার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁকে প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার।

পুলিশের একটি সূত্রের দাবি, ডাকাতির ঘটনায় আগেই ধৃত ছ'জনকে জেরার সূত্রেই উঠে আসে পুলিশ কনস্টেবল মিন্টুর নাম। টানা জিজ্ঞাসাবাদের মুখে মিন্টু নিজের অপরাধ স্বীকার করেছে বলেও দাবি পুলিশের সংশ্লিষ্ট সূত্রের। এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ডাকাতির ঘটনায় খোদ কলকাতা পুলিশের কনস্টেবল জড়িয়ে থাকার বিষয়টি সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে জনমানসে। 

পুলিশ সূত্রের খবর, গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মী ট্যাক্সিতে করে দু’কোটি ৬৬ লক্ষ টাকা  ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝপথে জোর করে ট্যাক্সিতে দু'জন উঠে পড়ে। এরপর কামারডাঙার নির্জন এলাকায় নিয়ে গিয়ে টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।  ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় ৬ জনকে। সেই সূত্রেই এবার কলকাতা পুলিশ গ্রেফতার করল দফতরেরই এক কনস্টেবলকে। ধৃতকে বুধবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।


ভিডিও স্টোরি