শেষ আপডেট: 25th January 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার খবর এখন শিরোনামে। যা নজরে এসেছে কলকাতা পুরসভারও। শুক্রবার সাংবাদিক বৈঠক করে মেয়র ফরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন, এ ঘটনা নতুন নয়, বরং এর আগে কলকাতায় যত মেয়র ছিলেন তাঁদের সকলের আমলেই বেআইনি হেলে পড়া বাড়ি ছিল। সে সময় কত মানুষ মারা গিয়েছিলে সেই খতিয়ানও তুলে ধরেন ববি।
পর্যবেক্ষকদের মতে শহরে বেআইনি বাড়ির বাড়বাড়ন্তের দায় কলকাতা পুলিশও ঝেড়ে ফেলতে পারে না। যথোপযুক্ত ব্যবস্থা নিলে হেলা বাড়ি নিয়ে কেউই হেলাফেলা করতে সাহস পাবে না বলেই মত অনেকের।
যদিও কলকাতার নগরপাল মনোজ ভার্মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বেআইনি বাড়ি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়। হাফ ম্যারাথন প্রোমোতে এসে পুলিশ কমিশনার জানান, "লোকাল থানা যেখানেই বেআইনি বাড়ি দেখে, সঙ্গে সঙ্গেই লিখে কনসার্ন অথরিটিকে জানায়। বেআইনি বাড়ি দেখলে পুরসভাকে জানিয়ে পদক্ষেপও নেওয়া হয়। বহু জায়গায় এই ধরনের বাড়ি ভাঙাও হচ্ছে।"
যে সব জায়গায় ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে, সেখানে স্থানীয়দের অভিযোগ, পুরসভা টাকা খেয়ে অনুমতি দিয়েছে। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘আগে বেআইনি বাড়ি হয়েছে। হয়তো টাকাও খেয়েছে। কিন্তু এখন নিয়মিত নজর রাখা হয়। অনিয়ম ঘটলে দোষীদের চাকরি চলে যাবে।’’
গত ১৪ জানুয়ারি বাঘাযতীনে হেলে পড়ে একটি বহুতল। ধসে যায় ফ্ল্যাটটির একাংশ। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল বলে জানা যায়। অন্যদিকে মঙ্গলবারই কামারহাটির সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় আচমকাই তিন তলা বিল্ডিং হেলে পড়ে। পরপর আরও একাধিক বাড়ি হেলে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।