শেষ আপডেট: 21st October 2024 11:53
দ্য ওয়াল ব্যুরো: খবর ছিল এবারে কালীপুজোর আগে বিক্রি হওয়া বাজি বৈধ কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে না। বাজি ব্যবসায়ী, উৎপাদক এবং পুলিশের মধ্যে হওয়া বৈঠকে যে মিটিং মিনিটস ছিল, সেখানে এমন কথাই লেখা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। কিন্তু বেগতিক দেখে ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত করল কলকাতা পুলিশ।
এবার বাজি বাজার বসার আগে আগেই বাজির বৈধতা পরীক্ষার সিদ্ধান্ত নিল তারা। জানা যাচ্ছে, আগামী শুক্রবার থেকে কলকাতায় পুলিশের উদ্যোগে চারটি বৈধ বাজি বাজার বসতে চলেছে। সেখানে কোন বাজি বিক্রি হবে, কোনটা হবে না, তার পরীক্ষাও কয়েক দিনের মধ্যেই করে ফেলতে হবে কলকাতা পুলিশকে।
২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতা পুলিশের সিদ্ধান্ত বদলে অনেকেই মনে করছেন, তাড়াহুড়ো করে পরীক্ষা করতে গিয়ে এতে আবার দায়সারা ব্যাপার হবে না তো! তাঁদের দাবি, শব্দমাত্রা মাপার পাশাপাশি যেন ধোঁয়া, দূষণ মাপারও ব্যবস্থা রাখা হয়।
প্রসঙ্গত, নিয়ম-বিধি আলগা করে কলকাতা পুলিশ জানিয়ে ছিল, 'শব্দবাজির ক্ষেত্রে দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গেও ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড়পত্র রয়েছে। সুতরাং শব্দদূষণ রুখতে আলাদা করে শব্দমাত্রা পরীক্ষার তেমন দরকার নেই।'
এহেন সিদ্ধান্ত শুনে পরিবেশবিদদের একাংশ একমত হতে পারেননি। তাঁদের মতে, হামেশাই বাজি বিস্ফোরণের খবর আসছে। মৃত্যু হচ্ছে, অথচ তারপরও কারও কোনও ভ্রূক্ষেপ নেই। তাঁরা মনে করিয়ে দিয়েছিলেন দূষণের তালিকায় প্রথমে দিল্লির পরেই রয়েছে কলকাতা। আর তাই এবার নিজেদের সিদ্ধান্ত বদল করে বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।