শেষ আপডেট: 24th March 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: চিত্রশিল্পের এক বিশেষ আঙ্গিক এই পোর্ট্রেট পার্লে। যে পদ্ধতিতে কল্পনা, বর্ণনা বা গল্প শুনে ছবি এঁকে অপরাধী চিহ্নিত করা হয়। গল্প-উপন্যাস থেকে শুরু করে সিনেমায় এমন পদ্ধতি হামেশাই দেখা যায়। ঠিক তেমনই পদ্ধতিতে এবার যৌন হেনস্থাকারীকে (Molester) ধরল কলকাতা পুলিশ (Kolkata Police)।
ঘটনা বেহালার (Behala)। অটোর মধ্যেই এক নাবালিকার সঙ্গে অসভ্যতা করেছিল অটোচালক (Auto Driver)। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত চালককে খুঁজে পাচ্ছিল না পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও যখন অভিযুক্তের নাগাল পাওয়া দায়, তখন অবশেষে নাবালিকার মুখে বর্ণনা শুনে অভিযুক্তের ছবি আঁকানো হয়। সেই ছবি নিয়েই তল্লাশি চালাতে গিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ।
নাবালিকা জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা ৪৫ থেকে ৯টা মাঝামাঝি সময়ে বেহালার শীলপাড়া মোড় থেকে ডায়মন্ডহারবার রোড হয়ে ঠাকুরপুকুর বাজারের দিকে যাচ্ছিল অটোটি। তখনই তাকে যৌন নিগ্রহ করে অটোচালক।
নাবালিকার মা ঠাকুরপুকুর থানায় বুধবার অভিযোগ দায়ের করেন। অটোচালকের বিরুদ্ধে পকসো ধারায় মামলাও রুজু করে পুলিশ। কিন্তু বাধ সাধে তাকে খুঁজে পেতে। আসলে ঘটনাস্থলের যে সিসি ক্যামেরার ফুটেজ তাতে অভিযুক্তকে চিহ্নিত করা যাচ্ছিল না।
শেষমেশ নাবালিকার মুখে অভিযুক্তের বর্ণনা শুনে ছবি আঁকান তদন্তকারীরা। সেই ছবি দেখেই পুলিশি তল্লাশিতে পাকড়াও হয় অভিযুক্ত।