শেষ আপডেট: 26th March 2024 07:35
দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন শহরের পথে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় ছিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, দিনভর লাগামছাড়া অভব্যতা, মদ খেয়ে বেপরোয়া আচরণের অভিযোগে ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার বিভিন্ন রাস্তায় কড়া নজর রেখেছিল পুলিশ। সকাল থেকেই চলছিল ধরপাকড়। ৪৬.৭ লিটার মদও বাজেয়াপ্ত হয়েছে বলে খবর।
প্রতি বছরই দোল বা হোলির দিন এমন নানা ঘটনার সাক্ষী থাকে গোটা রাজ্য। কোথাো মদ খেয়ে রাস্তায় বেপরোয়া আচরণ করতে দেখা যায় লোকজনকে, আবার কোথাও মদ্যপ অবস্থায় দুরন্ত গতিতে গাড়ি ছুটিয়ে দুর্ঘটনার মুখে পড়ে কমবয়সিরা। প্রতি বছর এই সময় ট্রাফিক আইন ভাঙার যেন হিড়িক পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কলকাতা পুলিশ জানাচ্ছে, গতকাল রাত থেকেই বেপরোয়া গতিতে বাইক চালানো, পথেঘাটে মদ্যপান এবং মত্ত অবস্থায় অভব্য আচরণের নানা ঘটনা ঘটেছে। সোমবার সকালেও মা ফ্লাইওভারে মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার বলি হয়েছেন এক যুবক।
এমন ঘটনা এড়াতে রবিবার রাত থেকেই শহরের পথে পথে নেমেছিল পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত বাহিনী। পুলিশ পিকেট, পিসিআর ভ্যান এবং মোটরবাইকে টহলদারি চালানো হয়। তাছাড়া সাদা পোশাকে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন পুলিশকর্মীরা। অন্যদিকে মহিলাদের নিরাপত্তার জন্যও ছিল বিশেষ বাহিনী।
শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গা নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল এসি পদমর্যাদার অফিসারদের পুলিশ সূত্রে খবর, শহরের ৩৫০টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি করা হয়। গ্রেফতার করা হয় ৩০৫ জনকে। ৪৬ লিটার মদও বাজেয়াপ্ত করে পুলিশ।