শেষ আপডেট: 4th March 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো সিম কাণ্ডে (Fake SIM) গত ফেব্রুয়ারি মাসেই কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ (Kolkata Police)। এবার আরও ২ জন গ্রেফতার হল। ধৃতদের জেরা করেই এই দুজনের সন্ধান পায় তদন্তকারীরা। একজনকে পিকনিক গার্ডেন রোড থেকে এবং অন্যজনকে গিরিশ পার্ক থানা এলাকার বিধান সরণি থেকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।
সদ্য যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম শুভেন্দু গায়েন এবং জিতেন্দ্র আগরওয়াল। তাদের কাছ থেকে ১ হাজার ২৭৪টি চালু সিম এবং ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছে পুলিশ। শুধু শুভেন্দুর থেকে উদ্ধার হয়েছে একাধিক টেলিকম সংস্থার বারোশোর বেশি সিম, প্রায় ২ লক্ষ নগদ টাকা, মোবাইল ফোন। পুলিশ জেনেছে, গ্রাহকদের নথি হাতিয়ে বা ভুয়ো নথি তৈরি করে সিম পাচার করতেন শুভেন্দু। প্রতারকদের কাছ থেকে সেই সিমের বিনিময় মোটা টাকা নিতেন তিনি।
জিতেন্দ্র বলে যাকে গ্রেফতার করা হয়েছে তার মোবাইলের দোকান রয়েছে। তার কাছ থেকে ৫০-এর বেশি সিম কার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুভেন্দুর কাছ থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্ররই। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হবে। মনে করা হচ্ছে, শুধুমাত্র এই ১০ জন নয়, আরও একাধিক ব্যক্তি সিম পাচারের সঙ্গে যুক্ত। এটি একটি বড় চক্র।
গত মাসেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক একটি রিপোর্টে দাবি করেছিল, বেআইনি সিমের ব্যবহারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের ১৩ লাখ ৫৯ হাজার ৯৩৪টি সিম কার্ড বাতিল করা হয়েছে। মন্ত্রকের দাবি, পশ্চিমবঙ্গের ৪ লাখ ৫ হাজার ৩০৭ জনের নামে ৯টি করে সিম কার্ড রয়েছে! এ ধরনের সিমগুলি ব্যবহার করেই সাইবার প্রতারণা করা হচ্ছে বলে মনে করছে মন্ত্রক।
গত পাঁচ বছরে বিভিন্ন কল সেন্টারে তল্লাশি চালিয়ে এরকমই কয়েক লক্ষ সিম বাজেয়াপ্ত করা হয়েছে। জঙ্গি নাশকতা-সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে এই বেআইনি সিমগুলি ব্যবহার করা হয় বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির।