শেষ আপডেট: 8th December 2024 23:29
দ্য ওয়াল ব্যুরো: ফের শহর কলকাতায় ভয়াবহ আগুন। রবিবার রাতে পার্ক স্ট্রিটে ফ্লুরিজের কারখানায় আচমকাই আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছ, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পার্ক স্ট্রিটের এপিজে বিল্ডিংয়ে ফ্লুরিজের যে কারখানা রয়েছে সেখানে আচমকাই আগুন লাগে। রবিবার স্বাভাবিকভাবেই ছুটির দিন হওয়ায় পার্ক স্টিটে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আচমকাই আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।
পরে আগুনের তীব্রতা দেখেই স্থানীয়রা দমকলে খবর দেন।, খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে এদিন কারখানা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় প্রথমে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এমন দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী ভাবে এমন কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কী না তো খতিয়ে দেখা হচ্ছে।
গত জুন মাসের ১১ তারিখ সকালে অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক সেন্টার নামে একটি বহুতলে হঠাৎই আগুন লাগে। সেখানে একটি নাইট ক্লাব তথা রেস্তরাঁ ছিল। রেস্তরাঁর ভিতরে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। তবে ঘটনায় কেউ আহত বা জখম হননি। ভিতরে যাঁরা আটকে ছিলেন, তাঁদের নিরাপদে বাইরে বার করে আনা হয়। ঠিক তার পাঁচ মাস কাটতে না কাটতেই এবার ফ্লুরিজের মতো এমন অভিজাত সংস্থার কারখানায় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন।