শেষ আপডেট: 22nd March 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভায় (Kolkata Corporation) আইপিএল (IPL) প্রসঙ্গ তুলে আসনপিছু কর ধার্য করার প্রস্তাব রাখলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswarup Dey)। প্রতি ম্যাচ বাবদ আসন পিছু ৫০ টাকা বিনোদন কর চাপানোর দাবি তুললেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor) তথা প্রাক্তন সিএবি সচিব।
পুরসভায় শনিবারের মাসিক অধিবেশনে বিশ্বরূপ প্রস্তাব রাখেন, যেহুতু আইপিএল একটি বিনোদন যুক্ত প্রফেশনাল ক্রিকেট লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিক ভাবে সমৃদ্ধ, তাই কর ধার্য করা যেতে পারে বলে জানান তিনি।
তাঁর মতে, কলকাতা পুরসভার আইপিএল ম্যাচ চলাকালীন দর্শকের আসনপিছু অন্তত ৫০ টাকা করে বিনোদন কর ধার্য করা উচিত। কারণ, ইডেন গার্ডেন স্টেডিয়ামের বি এবং এল ব্লকের টিকিটের দাম ৫ হাজার টাকা করা হয়েছে। যা অতীতে কোনও দিনেই ছিল না।
একই ভাবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ক্লাব হাউসের বা প্রিমিয়াম টিকিটের কোনও মূল্য ছিল না। অথচ আইপিএলের ক্ষেত্রে সেই একই টিকিটের মূল্য ৬ হাজার টাকা থেকে ১০ হাজার করা হয়েছে বলেও অভিযোগ করেন সিএবির প্রাক্তন সচিব।
বিশ্বরূপের প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে বিনোদন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারের দাবি, তিনি বিশ্বরূপ দের প্রস্তাবের সঙ্গে একমত। কলকাতা পুরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে তিনি বিশ্বরূপকে এ কথাও বলেন যে "আপনি তো সিএবি-র দায়িত্বে ছিলেন, এই যে এত টাকা বকেয়া রয়েছে সেটাও তো মিটিয়ে দিতে পারতেন!"
বস্তুত, কলকাতা পুরসভার বিধি অনুযায়ী ২০২৪-২৫ সালের বিনোদন করের যে তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী 'সি' ক্যাটাগরিতে আউটডোর গেম শো তালিকায় ক্রিকেটের ক্ষেত্রে আসন পিছু ১৫ টাকা বিনোদন কর ধার্য করা আছে।
সেক্ষেত্রে কলকাতা পুরসভার দেখা উচিত, কলকাতায় আন্তর্জাতিক খেলা হলে যে বিনোদন কর নেওয়া হয়, আইপিএলের মতো বিনোদনমূলক ক্রিকেটের ক্ষেত্রেও সেই পার্থক্য কেন থাকবে? এমনও প্রশ্ন তোলেন বিশ্বরূপ।