শেষ আপডেট: 29th October 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ডাক্তার তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রেড রোডে পুজোর কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত। কিন্তু আরজি করের জুনিয়র ডাক্তারদের সমর্থনে বুকে ব্যাচ পরার অপরাধে তাঁকে গ্রেফতার করেছিল ময়দান থানার পুলিশ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলাটি ওঠে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে মামলায় স্থগিতাদেশের নির্দেশ দেয় আদালত।
কিসের ভিত্তিতে ডাক্তারকে গ্রেফতার করা হল? হলফনামা আকারে দ্রুত হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের পুজো অবকাশকালীন বেঞ্চের। আগামী ২৮ নভেম্বর নিম্ন আদালতে এই মামলার শুনানি। তার আগেই হাইকোর্টে হলফনামা জমা দেবে রাজ্য। নিম্ন আদালতের শুনানির পর হাইকোর্টে ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মহলের একাধিক ব্যক্তি পথে নামেন। সরকারি, বেসরকারি বহু হাসপাতালের সিনিয়র ডাক্তাররাও প্রতীকী অনশন করেন জুনিয়রদের সমর্থনে। কিন্তু রেড রোডে পুজোর কার্নিভালে শিরদাঁড়া লেখা টিশার্ট ও বুকে ব্যাচ পরার অপরাধে কলকাতা পুরসভার ডাক্তার তপোব্রত রায়কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সহকর্মীরা। পাশাপাশি পুলিশ ওই চিকিৎসকের ফোনও কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে।