শেষ আপডেট: 16th April 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরের পর ফের সন্ধ্যায় মেট্রো বিভ্রাট। মহানায়ক উত্তম কুমার স্টেশনে মেট্রোর পিলারের অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় পরিষেবা। বেশ খানিকক্ষণ আংশিভাবে বন্ধ হয়ে যায় মেট্রো। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার টালিগঞ্জে তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে রেল লাইনের পিলারে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্ধে ৬ টা ৪০ মিনিট থেকে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত অংশে মেট্রো বন্ধ থাকে। প্রায় ২৫ মিনিট পরে সন্ধে ৭ টা ৫ মিনিটে মেট্রোর স্বাভাবিক পরিষেবা শুরু হয়। সাময়িক সময়ের জন্য অফিস ফেরত যাত্রীরা বিপাকে পড়েন।
মঙ্গলবার সকালেও কলকাতা মেট্রোর নর্থ-সাউথ মেট্রো করিডরে (ব্লু লাইন) পরিষেবা ব্যাহত হয়েছিল। শোভাবাজার-সুতানটি স্টেশনে একটি মেট্রো রেকে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে যাওয়ার পথে শোভাবাজারে দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। যান্ত্রিক ত্রুটির কারণেই মেট্রোটি আটকে যায়। আর তাতেই বন্ধ করে দিতে হয় ওই রুটের পরিষেবা। ফলে ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।
মঙ্গলবার সকালে প্রায় ৫০ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। প্রাথমিকভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হচ্ছিল। অন্যদিকে, সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। এরপর সন্ধে ফের বিপত্তি মেট্রোয়। পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার পরেও বেশ কিছুক্ষণ ট্রেনগুলিতে ছিল থিকথিকে ভিড়।
শহরের 'লাইফলাইন'-এর উপরে বেশিরভাগ মানুষই নির্ভরশীল। অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কারণে কম সময়ের ব্যবধানে মেট্রো চলে। এদিকে ঘন ঘন মেট্রো বিভ্রাটের কারণে রীতিমতো বিরক্ত যাত্রীরা।