শেষ আপডেট: 13th February 2025 08:00
দ্য ওয়াল ব্যুরো: পরপর চারদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। স্বাভাবিকভাবেই বহু যাত্রীর ভোগান্তি হওয়ার কথা। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা বন্ধ রাখতেই হবে। যদিও সব লাইনের মেট্রো আদতে বন্ধ নয়। বন্ধ থাকতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা।
বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে না। প্রথম দফায় ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং পরে দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকতে চলেছে। ঠিক কী কাজ হবে মেট্রো লাইনে যার জন্য এতদিন ধরে পরিষেবা বন্ধ থাকবে?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা করা হবে। বলা হয়েছে, এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার ঘটনা যেমন কমে আসবে, তেমনই অতিরিক্ত গতি বাড়ানোর আশঙ্কাও থাকবে না।
এই রুটে যারা যাতায়াত করেন তারা মূলত অফিস যাত্রী। তাই মেট্রো বন্ধ থাকার কারণে রাস্তায় চাপ বাড়বে বলে অনুমান। বাস থেকে শুরু করে ট্যাক্সিতে যাত্রীদের ভিড় বাড়ার কথা। সেই প্রেক্ষিতে বেসরকারি বাস এবং শাটল গাড়ির সংখ্যা ওই রুটে বাড়ানোর ভাবনা নেওয়া হয়েছে।