ফাইল ছবি
শেষ আপডেট: 26 December 2024 05:10
দ্য ওয়াল ব্যুরো: ৩০ মিনিট আংশিকভাবে বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে বেলগাছিয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে মেট্রো। অফিসে বেরিয়ে চরম হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
তবে আংশিকভাবে ডাউন লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল বলে খবর। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
জানা গেছে, আধঘণ্টা পর ত্রুটি সারিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ ফের রওনা দেয় মেট্রোটি। তবে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্টেশনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
সূত্রের খবর, এদিন দক্ষিণেশ্বর থেকে রওনা দেওয়ার পর বেলগাছিয়া স্টেশনে আচমকাই থমকে যায় মেট্রোটি। ভিড়ে ঠাসা রেক থেকে সব যাত্রীকে নেমে যেতে বলা হয়। তারপর সেখানেই আধঘণ্টা দাঁড়ায়ে থাকে মেট্রোটি।
মেট্রো সূত্রে জানা যায়, যান্ত্রিক গোলযোগের কারণেই এমন সমস্যা। দ্রুত পরিস্থিতির সামাল দেওয়া হয়েছে। সকাল ৯টা নাগাদ সমস্যা দেখা দেয় কিন্তু সাড়ে ৯টায় ফের ডাউন লাইনে মেট্রোর চাকা গড়াতে থাকে। তবে ভিড়ের কারণে অনেক যাত্রীই মেট্রোতে উঠতে পারছেন না। যার কারণে স্টেশনগুলিতেও বাড়ছে ভিড়।