কলকাতা মেট্রো
শেষ আপডেট: 22 November 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: আর দমদম নয়, এবার থেকে নোয়াপাড়া ষ্টেশনেই যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানো হবে বলে খবর।
কলকাতা মেট্রোর নানা রুটে ইতিমধ্যেই মিলছে পরিষেবা। এবার বড়সড় বদল আসতে চলেছে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে। মূলত যাত্রীদের কথা ভেবেই এই বদল আসতে চলেছে।
সূত্রের খবর, সপ্তাহের প্রতিদিন কাজের দিনগুলিতে কবি সুভাষ–দক্ষিণেশ্বর মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি ট্রেন চলে। তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি চলে যায় দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। কিন্তু তাতে যাত্রীদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছিল। অনেকেই সেই অভিযোগ জানিয়েছিলেন। তারপরই এমন ঘোষণা করেন মেট্রোর জেনারেল ম্যানেজার।
জানা গিয়েছে, মূলত অফিস টাইমে যখন দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো দমদম স্টেশনে ঢোকে তখন অনেকেই ভিড়ের জন্য উঠতে পারেন না। ভিড় এড়াতে দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসা মেট্রো ছেড়ে দেন বহু যাত্রী। কিছুক্ষণ অপেক্ষা করে দমদম স্টেশন থেকে কবি সুভাষের দিকে যে মেট্রো যেত তাতে উঠতেন। এবার সেই রেকগুলি নোয়াপাড়া থেকেই যাত্রী তুলতে পারবে।
এছাড়াও নোয়াপাড়া জংশন স্টেশন হওয়ার পাশপাশি সেখান থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেন। নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার এবং রবিবার যাত্রী সংখ্যা কম থাকায় মহড়া চলবে বলে খবর। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি।