শেষ আপডেট: 2nd December 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো: শহরে যাতায়াতের ক্ষেত্রে মেট্রোর বিকল্প হয় না। অল্প সময়ের মধ্যে অনেকটা পথ যাওয়ার ক্ষেত্রে মেট্রোই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে। তবে কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য খারাপ খবর। চলতি মাস থেকেই বাড়ছে মেট্রোর ভাড়া।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০ টার পর মেট্রো পরিষেবা শুরু হয়েছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা হাতেগোনা। সেই কারণে মেট্রো লোকসানে যাচ্ছে। আর এই কারণেই রাত ১০টা ৪০ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ বলে অনেকের মত।
কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া দিনের বাকি সময়ের মেট্রোর মতো একই ছিল। কিন্তু আগামী ১০ ডিসেম্বর থেকে তার ভাড়া ১০ টাকা বাড়ানো হবে। স্টেশন ভিত্তিতে প্রতি ক্ষেত্রেই ভাড়া বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়াতে ১০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। ১৫, ২০ এবং ২৫ টাকার ভাড়ার ক্ষেত্রে বাড়বে টিকিটের মূল্য।
ইতিমধ্যে একটি প্রশ্ন উঠেছে, বেসরকারিকরণের পথে কি পা বাড়াচ্ছে কলকাতা মেট্রো। কারণ যাত্রীসংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও অনেক স্টেশন থেকে বুকিং কাউন্টারই তুলে নেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে অনলাইন বা কিউ আর কোড বুকিংয়ের উপর। কেন এমন ভাবনা? তবে কী পর্যাপ্ত কর্মীর অভাবে এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
নতুন মেট্রো পথের বিভিন্ন স্টেশন হাতেগোনা কয়েকজন কর্মীর ভরসায় চলছে। নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট অবধি একাধিক স্টেশন থেকে বুকিং কাউন্টারই তুলে দেওয়া হয়েছে।