পান্থ দেব
শেষ আপডেট: 10 December 2024 09:06
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেতে মানুষ এখন কত কী করে। নাচ-গানের ভিডিও করা থেকে শুরু করে, বিভিন্ন প্র্যাঙ্ক, সবই এখন স্বাভাবিক। তবে ভিখারি সাজার বিষয়টি বলতে গেলে নতুন। কলকাতার এক কনটেন্ট ক্রিয়েটারই এমন কাজ করলেন। ভিক্ষা চেয়ে একদিনে ঠিক কত টাকা কামানো যায়, সেটাই দেখতে চাইলেন তিনি।
পান্থ দেব নামের এক কনটেন্ট ক্রিয়েটার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। তিনি ক্যাপশনে লেখেন, '২৪ ঘণ্টার ভিখারি চ্যালেঞ্জ'। অর্থাৎ একদিনের জন্য ভিখারি সেজেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ব্রিজের তলায় ছেঁড়া গেঞ্জি পরে বসে আছেন। পথচলতি মানুষও তাঁকে টাকা দিচ্ছেন। তবে কেউ কেউ আবার তাঁকে দেখে এড়িয়ে চলে যাচ্ছেন। ঠিক যেমন সত্যিকারের ভিখারিকে দেখে এড়িয়ে যান।
View this post on Instagram
ভিখারি সেজে কনটেন্ট বানানোর এই আইডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। কেউ পান্থর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কারণ তিনি যে টাকা পেয়েছেন তা আসল ভিখারিদেরই দিয়ে দিয়েছেন।
তবে কেউ আবার তাঁর এই আচরণকে একেবারেই মেনে নেননি। তাঁদের কথায়, আদতে ভিখারিদের অপমান করেছেন তিনি। পাশাপাশি অনেকের বক্তব্য, বাংলার এমন অবস্থা যে লোকে কাজ না পেয়ে এখন এইসব করছে। পান্থ দেব হলেন একজন ইনস্টাগ্রাম ভ্লগার যার আড়াই হাজার ফলোয়ার রয়েছে।