২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ
শেষ আপডেট: 4th November 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন স্বামী। আর তাই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যাই ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।
গতকাল অর্থাৎ ভাইফোঁটার দিন লেকটাউনে বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। তাঁদের অভিযোগ, সেই সময় কয়েকজন মাতাল যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও আকার-ইঙ্গিত করে। মহিলার স্বামী তার প্রতিবাদ করায়, বেধড়ক মারধর করা হয়।
শুধু তাই নয়, স্বামীকে মত্ত যুবকদের হাত থেকে বাঁচাতে গেলে ওই মহিলার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই হাতেনাতে অভিযুক্তদের পাকড়াও করা হয়।
গত কালই হালতুর এক ক্লাবে তাণ্ডব চালায় কয়েকজন। পুজো মণ্ডপও ভাঙচুর করা হয়। প্রতিবাদ করায় দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। চোখে গুরুতর আঘাত পান দু'জনেই। ঘটনায় ১৮ থেকে ২০ জন হামলা চালালেও মাত্র দু'জনকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ।
ধৃত অভিজিৎ চৌধুরী ওরফে ভিকি এবং জাহাঙ্গির মল্লিক কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী। এমনই দাবি করেছিল আক্রান্ত দম্পতি। যদিও দ্য ওয়াল এ ব্যাপারে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।