শেষ আপডেট: 2nd July 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সাতসকালে শহরে গাছ ভেঙে আচমকা বিপত্তি! একজন সাইকেল আরোহী আহত হয়েছেন, এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্যাক্সি।
গত কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির কারণেই আজ গাছ ভাঙল বলে মনে করছেন এলাকাবাসীরা। ঘটনাচক্রে সে সময়ে বেশি লোকজন ছিল না রাস্তায়। নইলে বড় বিপদ হতে পারত।
জানা গেছে, হরিশ মুখার্জি রোডে রাস্তার উপরেই বিশাল বড় এক গাছের অংশ ভেঙে পড়ে আজ। পাশেই দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনের অংশে পড়ে গাছটি। ট্যাক্সিটি কার্যত দুমড়ে গেছে। আতঙ্কিত ট্যাক্সির চালক জানিয়েছেন, তিনি সে সময়ে গাড়িতে ছিলেন না, চা খেতে গেছিলেন। নয়তো তাঁরও বড় বিপর্যয় হতে পারত।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। গ্যাস কাটার দিয়ে গাছের অংশ কাটা হচ্ছে, রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।