শেষ আপডেট: 16th September 2024 09:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনায় সাধারণ মানুষের ঘুম উড়ে গেছে। কিন্তু মহিলাদের প্রতি অশালীন আচরণের অভিযোগ আসা কমেনি। এবার ঘটনাস্থল শহরেরই আরও এক হাসপাতাল! দাবি করা হয়েছে, হাসপাতালের এক ওয়ার্ড বয় মহিলাদের শ্লীলতাহানি করেছেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।
কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা অসুস্থ সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন ওই ওয়ার্ড বয়। শুধু তাই নয়, তাঁর পোশাক খোলার চেষ্টা করে সেটার ভিডিও বানান তিনি। এই অভিযোগের প্রেক্ষিতেই কড়েয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, রাতের অন্ধকারে হাসপাতালের দোতলায় শিশুদের ওয়ার্ডে প্রবেশ করেন ওই ওয়ার্ড বয়। সেই সময়ে অসুস্থ সন্তানের পাশেই শুয়ে ছিলেন নির্যাতিতা। অভিযোগ, মোবাইল চালু রেখেই তাঁর কাছে যান তিনি। পোশাক খোলার চেষ্টা করে ভিডিও করেন। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা। অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
অভিযুক্ত ওই ওয়ার্ড বয় ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে আছেন তিনি।
আরজি কর কাণ্ডের পর এই প্রথম কোনও হাসপাতাল থেকে এমন ঘটনার খবর আসছে না। কয়েকদিন আগে কলকাতার বাইপাসেরই একটি বেসরকারি হাসপাতালে মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল রোগীর আত্মীয়র বিরুদ্ধে। চিকিৎসককে তিনি 'আরজি কর করে দেব' বলে শাসিয়ে ছিলেন বলে দাবি। সেই ঘটনা নিয়েও ব্যাপক প্রতিবাদ হয়।