শেষ আপডেট: 6th March 2025 22:15
দ্য ওয়াল ব্যুরো: ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম। এবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয়মাল্য বাগচীকে (Justice Joymalya Bagchi) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পাঠানোর সুপারিশ করেছে তারা।
সুপ্রিম কোর্টের এই সুপারিশ মেনে এবার কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করলেই শীর্ষ আদালতে আরও এক বাঙালি বিচারপতিকে দেখা যাবে। এর আগে বহু বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সেই তালিকাও দীর্ঘ।
বর্তমানে দীপঙ্কর দত্ত বাঙালি বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে বিচারপ্রক্রিয়া সামলাচ্ছেন। এবার কেন্দ্র কলেজিয়ামের সুপারিশে ছাড়পত্র দিলেই বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া সামলাতে দেখা যাবে।
সব ঠিক থাকলে কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী। আইনজীবী মহলের একাংশ এই সিদ্ধান্তকে 'নজিরবিহীন' বলেই মনে করছেন।
২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। মাঝে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তিনি বদলি হয়েছিলেন। ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। তবে থেকেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত।