দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Bookfair) স্টল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে এবার কলকাতা হাইকোর্টে কড়া অবস্থান নিল। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে চলতি বছরের বইমেলায় স্টল বরাদ্দের সম্পূর্ণ তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, গিল্ড যেভাবে স্টল বরাদ্দ করেছে এবং যে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার সমস্ত নথি জমা দিতে হবে।
বিশ্ব হিন্দু পরিষদ বনাম গিল্ড: আইনি লড়াই
উল্লেখ্য, আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP) স্টল বসানোর অনুমতি না পাওয়ায় সংগঠনটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা গিল্ডের অবস্থান জানতে চান এবং প্রশ্ন তোলেন— বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হয়নি কেন?
সোমবার মামলার শুনানিতে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা একটি বেসরকারি সংস্থা, এবং পূর্ববর্তী মামলায় (এপিডিআর-এর মামলায়) আদালত এই বিষয়টি স্পষ্ট করেছে। গিল্ডের তরফে জানানো হয়, স্টল বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলা হয় এবং এবারের বইমেলার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ কোনও প্রকাশনা সংস্থা নয়, তাই তাদের স্টল দেওয়া হয়নি।