শেষ আপডেট: 13th February 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক নারী নির্যাতনের ঘটনায় জেরবার কলকাতা। শহরের অপরাধ প্রবণতা কমাতে চলছে সক্রিয় নজরদারি। তারপরেও মেট্রোপলিটন ও নিউটাউনের মতো নৃশংস ঘটনা থামানো যায়নি। সেই আবহে আবারও বিস্ফোরক অভিযোগ।
শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ উঠল খাস কলকাতায়। ইতিমধ্যেই গড়ফা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা তরুণী। যদিও এখনও গ্রেফতার শূন্য।
মূলত বাড়ি ফেরার সময় ওই তরুণীকে 'কটূক্তি' করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলেও জানান নির্যাতিতা। অভিযোগকারিণীর কথায়, অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয়েছিল তাঁর বাড়িতে। এখানেই শেষ নয়, প্রকাশ্যে খুনের হুমকি, অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকিও দেওয়া হয়েছে বলে জানান নির্যাতিতা।
তরুণীর আরও অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত অফিসারের সামনেই মেরে চোখ খুবলে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। প্রশ্ন উঠছে তার পরেও কী করে এখনও কোনও গ্রেফতারি দেখাতে পারল না গড়ফা থানার পুলিশ! স্থানীয় কাউন্সিলর অবশ্য আশ্বাস দিয়েছেন, দোষীর কড়া শাস্তি দেওয়া হবে।
আরজি করের নৃশংস ঘটনার পর থেকে একটা চাপা ভয় রয়েইছে নারীদের মধ্যে। তার পরেও একের পর এক নির্যাতনের ঘটনায় কার্যত অভ্যস্ত হয়ে উঠেছে গোটা বাংলা। কবে নিরাপত্তা সুনিশ্চিত হবে নারীদের জন্য? সেই প্রশ্নের মাঝেই ফের নারী নির্যাতনের ঘটনা কলকাতায়।