শেষ আপডেট: 19th June 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: কসবার পর পাটুলি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! এবার কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল তাঁরই দলীয় কর্মীদের বিরুদ্ধে।
শাসক দলের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গিয়েছিলেন। তখনই বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে সেখানে বসতে বাধা দেয়। যা নিয়েই সমস্যার সূত্রপাত।
পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন করে এলাকার তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বসেন। বাকি দিনগুলিতে বসেন কাউন্সিলর। স্বরাজের দাবি, এদিন ওই কার্যালয়ে তিনি বসতে গেলেই শুরু হয় বচসা। অভিযোগ, কয়েকজন দলীয় কর্মী স্বরাজকে বলেন যে বিধায়কের চেয়ারে বসা চলবে না।
প্রাথমিকভাবে তর্কাতর্কি থেকে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরই মাঝে কয়েকজন কাউন্সিলরের মুখে ঘুসি মারে। শরীরের একাধিক জায়গায় আঘাত করে। তখনই তাঁর মুখ ফেটে যায় বলে অভিযোগ স্বরাজের। রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনাটিতে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহত কাউন্সিলর। পাল্টা তারকেশ্বর চক্রবর্তী জানিয়েছেন, এমন কোনও ঘটনা তাঁর জানা নেই। অন্যদিকে, বর্তমানে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার কলকাতার বাইরে রয়েছেন। তাই তিনি শহরে ফিরে ঘটনার বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, লোকসভা ভোটের দিনকয়েক আগেই এলাকায় স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে। তখনও অভিযোগের আঙুল উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে। তখন পরিস্থিতি সামলান মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু ভোট মিটতেই ফের খাস কলকাতায় সামনে এল শাসক দলের গোষ্ঠী কোন্দল।